গাজীপুরে জুতার কারখানায় আগুন


সিনিয়র রিপোর্টার , মোঃ আনোয়ার , আপডেট করা হয়েছে : 09-08-2021

গাজীপুরে জুতার কারখানায় আগুন

গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় একটি জুতা তৈরির কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা পর সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই কারখানার জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা