ধানের শীষ নিয়ে লড়বেন খালেদা জিয়াসহ ১০ নারী


, আপডেট করা হয়েছে : 04-11-2025

ধানের শীষ নিয়ে লড়বেন খালেদা জিয়াসহ ১০ নারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তবে পূর্ণাঙ্গ তালিকা দেয়নি দলটি। ২৩৭টি আসনে প্রার্থী দিয়েছে। বাকিগুলো আসন শরীকদের সাথে সমন্বয় করে প্রার্থী ঘোষণা করা হবে।

সোমবার (৩ নভেম্বর) ঘোষিত বিএনপির প্রার্থী তালিকায় ১০ জন নারী রয়েছেন। এর মধ্যে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।

এছাড়া, ফারজানা শারমিন নাটোর-১, মোছা. সাবিরা সুলতানা যশোর-২, ইসরাত সুলতানা ইলেন ভুট্টু ঝালকাঠি-২, সানসিলা জেবরিন শেরপুর-১, আফরোজা খান রিতা মানিকগঞ্জ-৩, সানজিদা ইসলাম তুলি ঢাকা-১৪, শামা ওবায়েদ ফরিদপুর-২, মোছা. তাহসিনা রুশদীর সিলেট-২, নায়াব ইউসুফ কামাল ফরিদপুর-৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)