৬০ বছর বয়সেও ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

৬০ বছর বয়সেও ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে করিমগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার নাজেরা বিভাগে পড়ত। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়। গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার বাবাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার বাবাকে জানায়, মাদ্রাসার অধ্যক্ষ ৬০ বছর বয়সী নূর মোহাম্মদ আজমী তাকে একাধিকবার বলাৎকার করেন। সর্বশেষ গত ১৭ জুলাই রাতে অধ্যক্ষ আবারও তাকে শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন।এরপর বলাৎকারের বিষয়টি জেনে তার বাবা মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে গত শনিবার করিমগঞ্জ থানা পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করে। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে অধ্যক্ষ হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা