কাতার যাচ্ছেন মোসাদপ্রধান


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-01-2025

কাতার যাচ্ছেন মোসাদপ্রধান

গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে কাতারে যাবেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি জিম্মি মুক্তির আলোচনা করতে ইসরাইলের বিশেষ প্রতিনিধি হিসেবে কাতার যাবেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া।  ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় শনিবার (১১ জানুয়ারি) সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

ডেভিড বার্নিয়া কখন দোহায় যাবেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।  তবে, যুদ্ধবিরতির আলোচনায় তার উপস্থিতি এই বার্তা দেয় যে, সেখানে কোনো চুক্তিতে স্বাক্ষর করা লাগবে, তাই উচ্চপর্যায়ের ইসরাইলি কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।   

এর আগে, শনিবার যুদ্ধবিরতির ওপর জোর দিতে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর দক্ষিণ ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস।  এর প্রতিবাদে সেদিন থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী, যা আজও অব্যাহত আছে।  ইসরাইলের এই হামলায় নিহত হয়েছেন ৪৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি আর আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)