ভারতে দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কেরালা রাজ্য


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

ভারতে দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কেরালা রাজ্য

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন  ৩৫ হাজার ৪৯৯ জন। এর মধ্যে শুরু কেরালাতেই  ১৮ হাজার ৬০৭ জন। দৈনিক সবচেয়ে বেশি সংক্রমণে কেরালার পরেই আছে মহারাষ্ট্র, ৫ হাজার ৫০৮ জন।

এছাড়ায় গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশের আক্রান্তের সংখ্যা ২,০৫০ জন, তামিলনাড়ুতে ১,৯৫৬, কর্নাটকে ১,৫৯৮, উড়িষ্যায় ১,২৪৩ জন। এ ছাড়া বাকি সব রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা এক হাজারের কম রয়েছে। তবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেকদিন ধরেই ৫০০-র আশপাশে।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ২ হাজার ১৮৮ জন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা