সরকার
কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে
চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন
তিনি।
সিইসি
বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা
গ্রহণ করবে কমিশন।
বিগত
সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে জানিয়ে তিনি বলেন, তবে নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার
কারণে অনেকে ভোটার হয়নি। সব কিছু মিলিয়ে
ভোটার হালনাগাদ শুরু হবে।
এসময়
আগামী ৬ মাসের মধ্যে
ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে সিইসি আরও বলেন, এইবার আগের মতো আর ভোট হবে
না। ৫ আগস্টের পরে
ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে।
মতবিনিময়
সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয়
সংসদ নির্বাচন নিয়ে নানা দিকনির্দেশনা দেন সিইসি।
সভায়
বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।