ব্যাংকখাতে ব্যর্থতার দায় কার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 29-12-2024

ব্যাংকখাতে ব্যর্থতার দায় কার

ব্যাংকখাতে ব্যর্থতার জন্য শুধু একক কোন গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর . আহসান এইচ মুনসুর।

আজ রবিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গোল্ডেন জুবিলি উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেন।

. আহসান এইচ মুনসুর বলেন, ‘ব্যাংকখাতে অর্জন যেমন আছে, তেমনি ব্যর্থতাও আছে। এই ব্যর্থতার জন্য শুধু একক কোন গোষ্ঠী দায়ী নয়, এক্ষেত্রে সবারই কমবেশি দায় আছে।

তিনি আরও বলেন, ‘ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াবে। খাত বিকশিত হবে। সেক্ষেত্রে আমানতকারী এবং বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)