ভাঙন দেখতে আজ রাজবাড়ী আসছেন পানি সম্পদ উপমন্ত্রী


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

ভাঙন দেখতে আজ রাজবাড়ী আসছেন পানি সম্পদ উপমন্ত্রী

রাজবাড়ী শহররক্ষা বাঁধ ও দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শনে রাজবাড়ী আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম। আজ সোমবার বিকেলে তিনি রাজবাড়ী শহরক্ষা বাঁধ পরিদর্শন করবেন। বাঁধ পরিদর্শন শেষে তিনি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করবেন।

রাজবাড়ী জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, আজ সকাল ৭টায় ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার এলাকায় এবং সাড়ে ৬টায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন।এ বছর বর্ষা মৌসুমের শুরুতেই ৩৭৬ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীতে শহররক্ষা প্রকল্পের (ফেইজ-২) তে ব্যাপক ভাঙন শুরু হয়। এ নিয়ে রাজবাড়ীর সাধারণ মানুষসহ জনপ্রতিনিধিদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলণ বন্ধ, বেড়িবাঁধের পাশে অবৈধ বালুর স্তুপ অপসারণসহ নির্মাণকাজে কোন দুর্নীতি থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হবে বলে জানান বেশ স্থানীয় বাসিন্দারা। 

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের ২২ জানুয়ারি সর্বশেষ রাজবাড়ী শহররক্ষা প্রকল্প (ফেইজ-২) পরিদর্শন করেছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী  এ কে এম এনামুল হক শামিম


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা