রাজধানীর
গুলশানে একটি আবাসিক হোটেলে চাঁদাবাজি করার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। গ্রেফতার হলো- ১। রাকিব ওরফে
আবু জায়ের (২০), ২। মোঃ মনির
হোসেন (১৯), ৩। ফরহাদ হোসেন
শাওন (২৩), ৪। আসিফ শেখ
(২০), ৫। আরিফুল ইসলাম
ইমন (২৪), ৬। আহম্মেদ হোসেন
(২৩) ও ৭।সজিব হোসেন(২৩)
শনিবার
(২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ০০:০৫ ঘটিকায়
গুলশান-২ এর একটি
আবাসিক হোটেলে চাঁদাবাজি করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের
হেফাজত থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপির
গুলশান থানা সূত্রে জানা যায়, গত ২৪ শে
ডিসেম্বর রাত আনুমানিক ০৯:০০ ঘটিকায়
অজ্ঞাতনামা ১০-১২ জন
লোক গুলশান-২ এর “রোজ
উড রেসিডেন্স লিঃ” নামীয় একটি আবাসিক হোটেলে এসে ‘বিলাস দাদা’র কথা উল্লেখ
করে হোটেলের স্টাফদের নিকট চাঁদাদাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান
ভাঙচুর করবে মর্মে হুমকি প্রদান করে। পরের দিন দুপুর আনুমানিক ০১:৫০ ঘটিকায়
হোটেলের ম্যানেজার মোঃ
ফরাদুজ্জামানের মোবাইল নাম্বারে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে দাদা
পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। একই দিন বিকাল ০৩:১০ ঘটিকায়
হামিদ নামের একজন ব্যক্তি কল করে বিলাস
দাদার লোক পরিচয় দিয়ে দাবীকৃত চাঁদার বিষয়ে সিদ্ধান্ত জানতে চায়। এরই সূত্র ধরে ২৭ ডিসেম্বর রাত
আনুমানিক ০৯:৩০ ঘটিকায়
গ্রেফতারকৃত সাতজনসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন
ওই হোটেলে প্রবেশ করে মাসিক ৫০ হাজার টাকা
চাঁদা দাবি করে। স্টাফরা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলে অবস্থানরত দেশি-বিদেশি অতিথিদের সাথে খারাপ ব্যবহার করে ও হয়রানি করে।
তখন ম্যানেজার ফরাদুজ্জামানের মাধ্যমে হোটেল মালিককে পাঁচ মিনিটের ভেতরে হোটেল এসে তাদের দাবীকৃত চাঁদা দিতে বলে। না দিলে তারা
হোটেল ভাঙচুরের হুমকি দেয়। হোটেল মালিক তাৎক্ষণিক বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে ডিএমপির
গুলশান থানা পুলিশ সেখানে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে থানা পুলিশ সাতজনকে গ্রেফতার করে। এ সময় সাথে
থাকা অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে সুজুকি ব্র্যান্ডের দুইটি ও টিভিএস ব্র্যান্ডের
একটি মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ। এ ঘটনায় হোটেল
মালিক মেহেদী হা গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত,
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি দায়িত্ব নেওয়ার পরপরই চাঁদাবাজদের বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন। তিনি সম্মানিত নগরবাসীকে কাউকে চাঁদা না দেওয়ার অনুরোধ
করেছেন। কেউ চাঁদা চাইলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে
বা স্থানীয় পুলিশের মাধ্যমে সহায়তা নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
তুষারের অভিযোগের প্রেক্ষিতে গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা রুজু করা হয়েছে।