হোয়াইট
হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে
দুই শীর্ষ নেতা ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি এবং বৈশ্বিক বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।
শুক্রবার
(২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ
খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এতে
বলা হয়েছে, ৬ দিনের (২৪-২৯শে ডিসেম্বর) আমেরিকা সফরে জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গেও বৈঠক করেছেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের চেয়ারে বসার পরে এই সফর অত্যন্ত
তাৎপর্যপূর্ণ ভাবা হচ্ছে। এছাড়া ট্রাম্পের টিমের সঙ্গেও তিনি আলোচনা করতে পারেন বলে সূত্র জানিয়েছে।
জয়শঙ্কর
নিউ ইয়র্ক, শিকাগো, সানফ্রান্সিসকো, সিয়াটেল, হাউস্টন, আটলান্টার ভারতীয় কনসাল জেনারেলদের সঙ্গে কথা বলেছেন।
জ্যাক
সুলিভানের সঙ্গে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে জয়শঙ্কর জানান, ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তারা বিস্তৃত আলোচনা করেছেন। পাশাপাশি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের
বিষয়ে মতামত বিনিময় করেছেন।
এদিকে
জয়সঙ্করের সঙ্গে বৈঠকে আগে সোমবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ফোন করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে। তাদের
মধ্যে একাধিক বিষয়ে আলোচনাও হয়।
এই
কথোপকোথনের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস। তাতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন সুলিভান। একই সঙ্গে ধর্ম নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের
প্রতি সম্মান প্রদর্শন ও তা সুরক্ষার
ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছেন দুজনেই। একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ
গঠনের জন্য আমেরিকা সবরকম সাহায্য করবে, এমনটাও জানিয়েছেন জ্যাক সুলিভান।