ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার ২নং ভলাকুট ইউপির কান্দিপাড়ায় বৈধ উত্তরাধিকার হওয়া স্বত্ত্বেও পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় একটি পরিবার। শুধু তাই নয়, ন্যায় বিচারের আশায় দীর্ঘ ২০ বছর যাবত স্হানীয় সালিশীয়ান, চেয়ারম্যান, মেম্বার ও থানার আশ্রয় নিয়েও বিপাকে পড়েছে ওই পরিবারটি। প্রতিপক্ষের প্রাণ নাশের হুমকি ধমকিতে তারা এখন ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়।
স্থানীয় সূত্র জানায়, ২নং ভলাকুট ইউপির ৭নং ওয়ার্ডের মৃত ফরজু মিয়া মৃত্যুকালে প্রায় ২ একর ৯৭ শতক ভূমির প্রকৃত মালিক ছিলেন ওই গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মৃত ফরজু মিয়া । তিনি মৃত্যুর পূর্বে বৈধ উত্তরাধিকার হিসেবে ১ কন্যা (রেশেম বানু) রেখে যান।
ফরজু মিয়া মৃত্যুর কিছুদিন পরেই তার ভাতিজা বাছির মিয়া (৫০), পিতা-মৃত রাজা মিয়া, ছোট্ট মিয়া (৪২) পিতা-মৃত রাজা মিয়া, ছেনু মিয়া (৫২), পিতা-মৃত ফুল মিয়া, আউয়াল মিয়া (৫২), পিতা আবু মিয়াগংরা মিলে পুরো সম্পত্তি জোর পূর্বক দখলে নিয়ে যায়। শুধু দখল করে নিয়ে যায় তা নয়, বরং তারা উল্লেখিত পৈত্তিক ভূমি জাল জালিয়াতির আশ্রয়ে তাদের নামে দলিল সম্পাদনাসহ বিএস সেটেলমেন্ট জরিপে তাদের নামে করে নেন।
বিষয়টি নিয়ে রেশেম বানু স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের দ্বারস্ত হয়। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুবেল মিয়াও বিষয়টির সুরাহা করতে ব্যর্থ হন। এরপর উপায়ান্তর না দেখে চেয়ারম্যান রুবেল মিয়ার পরামর্শে থানা পুলিশের আশ্রয় নেন। কিন্তুক আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার কারনে কোন পর্যায়েই পৈতৃক সম্পত্তি ধারেকাছেও যেতে পারিনি ঐ ফরজু মিয়ার মেয়ে রেশেম বানু।
আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও বাছির মিয়া, ছেনু মিয়া, আউয়াল মিয়া ও ছোট্ট মিয়া গংরা ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছেন। তারা এখনো আওয়ামী লীগের দাপটে দাপিয়ে বেড়াচ্ছেন।
এবিষয়ে রেশেম বানু সুবিচারের আশায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তায় কেন্দ্র ফাউন্ডেশনের ধারস্ত হন।
রেশম বানু অভিযোগ করে জানান, প্রতিপক্ষের লোকজন তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে আসছে। এ অবস্থায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখিত তফসিলভুক্ত ভুমির আমি ( রেশেম বানু) পৈত্তিক ওয়ারিশ সূত্রে মালিক। তফসিলঃ ত্রিপুরা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার ভলাকুট মৌজার সিএস খতিয়ান নং-১০২৬, এসএ খতিয়ান নং-১১৪৫, বিএস খতিয়ান নং ৭১৬, দাগ নং সাবেক ২৪৪৯, হালে ৬৪২১ দাগে ৪০ শতক, সাবেক ২৪৫১ হালে ৬৪২২, ৬৪২৩, ৬৪২৮ দাগে ৫৭ শতক, ২৬৯২ হালে ৭০৭৬ দাগে ৬৫ শতক, ২১৯৭ হালে ৬৩২৬ দাগে ১ একর ০৩ শতক, সাবেক ২১৯৯ হালে ৬৩৭৫ দাগে ৩২ শতক ভূমি । সর্ব মোট ২ একর ৯৭ শতক জায়গায় জোর পূর্বক ভোগদখল করে রেখেছেন।
এই বিষয়ে সরজমিনে অনুসন্ধানেকালে স্হানীয় মুরুব্বি, গ্রাম্যমাতাব্বর এবং বর্তমান ইউপি সদস্য মোঃ রব মিয়া মেম্বার বলেন, এই বিষয়টি দীর্ঘদিন যাবত কোন সুরাহা হচ্ছে না। আমরা অনেক বার চেষ্টা করেছি।
ভোগদখলীয় ছোট্ট মিয়ার সাথে কথা বললে তিনি, এবিষয়ে কোন সদ-উত্তর দিতে পারেনি। তিনি বার বার শুধু একই কথা বলে আমাদের দলিল আছে রেশেম বানুর চাচা আরো বহু আগেই সব কিছু বিক্রি করে গেছেন। এক পর্যায় তিনি আওয়ামী লীগের নেতা হিসেবে নিজেকে দাবী করে বলেন, আমরা এখনো ক্ষমতা রয়েছি। আমাদের নেত্রী এখনো পদত্যাগ করেনি। খুব শীঘ্রই দেশে চলে আসবে। আর আমাদের এমপি ফরহাদ হোসেন সংগ্রাম ভাই এখনো আছে আমাদের পাশে। এই নিয়ে বেশি বাড়া-বাড়ী না করার জন্য হুমকি সরুপ কথা বলেন সংবাদ সংগ্রহকারীদের সাথে।
রেশেম বানু'র পৈতৃক সম্পত্তির আদ্যপান্ত নিয়ে আসছে ধারাবাহিক প্রতিবেদন। জানতে চোখ রাখুন পত্রিকা।