নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন ইন্দোনেশিয়ায় রফতানি করবে ইরান


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 09-08-2021

নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন ইন্দোনেশিয়ায় রফতানি করবে ইরান

ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রোবটিক সার্জন রফতানি করবে ইন্দোনেশিয়ায়। এ বিষয়ে রবিবার জাকার্তার সঙ্গে তেহরানের একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।

তেহরানের স্বাক্ষরিত ওই চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইরানের ভাইস প্রেসিডেন্ট সুরেনা সাত্তারি এবং ইন্দোনেশিয়ার উপস্বাস্থ্য মন্ত্রী আব্দুল কাদির। দু'দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রী একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোবটিক সার্জন আমদানির ব্যাপারে ইরানের সঙ্গে সঙ্গে চুক্তি করা। এ বিষয়ে ইরানের সিনা রোবটিক কোম্পানি এবং ইন্দোনেশিয়ার ইন্দো ফার্মার মধ্যে চুক্তি হয়। ইরানে তৈরি এই রোবট সার্জনের নাম দেওয়া হয়েছে সিনা।

ইন্দোনেশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে তার আওতায় দেশটিতে রোবটিক সার্জারির জন্য দুটি কেন্দ্র নির্মাণ করবে ইরান।

২০১৫ সালের জুন মাসে ইরান সর্বপ্রথম রোবটিক সার্জন উন্মোচন করেন। আমেরিকার পর ইরান হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ যারা সফলতার সঙ্গে রোবটিক টেলিসার্জারি ব্যবহার করছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা