বিস্ফোরক মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার , আপডেট করা হয়েছে : 26-12-2024

বিস্ফোরক মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক সংসদ সদস্যের (এমপি) গাড়ি বহরে হামলার মামলায় আব্দুর রশিদ (৩৫) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

গতকাল বুধবার দিবাগত রাতে আম্বইল গোড়তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের প্রচারের গাড়িবহরে কলেজরোড এলাকায় হামলা হয়। এই ঘটনায় শেরপুর থানায় গত নভেম্বর মাসের ১৫ তারিখে একটি মামলা করা হয়। ঘটনায় মামলার এজাহারভূক্ত আসামি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের আব্দুর রশিদ। তিনি ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে আম্বইল গোড়তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)