শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 25-12-2024

শুধুমাত্র ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘এক দফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি, সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। আমরা ধারণা করছি, প্রায় সহস্রাধিক মানুষ শহীদ এবং ২০ হাজারের বেশি আহত। শহীদ আহতরাও সংস্কারের কথা বলছে।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে অসহায় দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল, সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদি ব্যবস্থার বিলুপ। ফ্যাসিবাদি ব্যবস্থা বিলুপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি, প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিযমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। সকল প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)