পাকিস্তানি রিভলবার ও গুলিসহ ‘টাক দুলাল’ গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 23-12-2024

পাকিস্তানি রিভলবার ও গুলিসহ ‘টাক দুলাল’ গ্রেপ্তার

রাজবাড়ীতে পাকিস্তানি রিভলবার গুলিসহ মো. দেলোয়ার হোসেন দুলাল (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়ভাবে তিনিটাক দুলালনামে পরিচিত।

আজ সোমবার বিকেলে রাজবাড়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

গতকাল রবিবার রাত ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সূর্য নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের খলিল মন্ডলের ছেলে।

সেনা ক্যাম্পের তথ্য অনুযায়ী, ক্যাম্পের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারেন, রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর এলাকার টাক দুলালের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরই সূত্র ধরে গতকাল রবিবার রাত ১০টার সময় যৌথবাহিনী ওই এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। অভিযানে একটি পাকিস্তানি রিভলবার এবং একটি গুলিসহ টাক দুলালকে গ্রেপ্তার করা হয়। সময় একটি মোটরসাইকেল একটি মোবাইল জব্দ করা হয়।

সূত্রটি জানায়, অস্ত্র আইনে মামলা দিয়ে দুলালকে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হলে আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)