জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের
পরিবারকে সহায়তার জন্য আজ শনিবার বাংলাদেশ
আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম
আয়োজিত ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে
গান গাইছেন রাহাত ফতেহ আলী খান। পাকিস্তানি এই সঙ্গীতশিল্পী গান
গাইবেন আগামী ২৩ ডিসেম্বর মিরপুর
শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক
ফেস্টেও।
‘ইকোস
অব রেভল্যুশন’ কনসার্টে গান গাইতে কোনো টাকা নিচ্ছেন না রাহাত ফতেহ
আলী। তবে বিপিএলের মিউজিক ফেস্টে গান গাইতে টাকা নেবেন তিনি। আজ মিরপুর শেরেবাংলা
স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানের এই শিল্পীকে দেওয়া
হবে ৩ কোটি ৪০
লাখ টাকা।
এদিকে,
বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে। যদিও টিকিটের মূল্য আগের চেয়ে কমানো হচ্ছে। আগের দাম অনুযায়ী, প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা,
গোল্ড ৮ হাজার টাকা,
সিলভার ৬ হাজার টাকা,
গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা
ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০
টাকা। তবে এই মূল্য নেমে
আসতে পারে অর্ধেকে।