বুধবার থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ চালু


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-08-2021

বুধবার থেকে ভার্চুয়ালি হাইকোর্টের সব বেঞ্চ চালু

আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি চালু করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১২টি বেঞ্চ ভার্চুয়ালি চালু আছে।

রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট বুধবার হতে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যাবহার আইন, ২০২০ এবং এবং এতদসংক্রান্ত জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করতঃ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার পরিচালিত হবে।’

করোনা পরিস্থিতি মোকাবেলায় সীমিত পরিসরে আদালতের কার্যক্রম চলছিল। মাঝে সুপ্রিম কোর্টের সবগুলো বেঞ্চ খুলে দিয়ে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়েছে।

করোনা পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছুদিন সুপ্রিম কোর্টসহ বিচারিক আদালতের কার্যক্রম সীমিত পরিসরে চলছিল। সাংবিধানিক বাধ্যবাধকতায় দেশের প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করেছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা