কারচুপি করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ, অভিযোগ রাশিয়ার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 14-12-2024

কারচুপি করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশ, অভিযোগ রাশিয়ার

ভারতের ১৮ বছর বয়সী ডুম্মারাজু গুকেশ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন দুদিন আগে। চীনা দাবাড়ু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে শিরোপা জিতেছিলেন তিনি।

 

এবার গুকেশের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে অভিযোগ তুলেছে রাশিয়া। দেশটির দাবা ফেডারেশনের প্রধান আন্দ্রেই ফিলাতোভ অভিযোগ করে বলেছেন, কারচুপি করে চ্যাম্পিয়ন হয়েছে ভারতী এই দাবাড়ু।

ফিলাতোভের উদ্ধৃতি দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা তাস বলেছে, 'লিরেন-গুকেশের মধ্যকার শেষ ম্যাচের ফলাফল পেশাদার দাবা অনুরাগীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। চীনা দাবাড়ু লিরেন যেভাবে খেলেছেন, সেটি অত্যন্ত সন্দেহজনক। তিনি যে অবস্থানে ছিলেন, সেখান থেকে হেরে যাওয়া অসম্ভব ছিল। একজন প্রথম-শ্রেণির খেলোয়াড় এভাবে হারতে পারেন না। তিনি ইচ্ছাকৃতভাবেই হেরেছেন বলে মনে হয়েছে। এই বিষয়ে এফআইডিই কর্তৃক পৃথক তদন্তের প্রয়োজন।'


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)