চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধি


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 28-11-2024

চীন সফরে গেলেন জামায়াত ও অন্যান্য দলের প্রতিনিধি

 বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তারা। আগামী ডিসেম্বর সফর শেষে প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।

 

দলটি আট দিনের সফরে ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধিদলে রয়েছেনবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা টি এম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার শামসুল আরেফিন।

 

এছাড়া সফরে অন্যান্য ইসলামী দলের নেতাদের মধ্যে রয়েছেনখেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক . আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আবু জাফর কাসেমী, এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।

 


সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)