'আগ্রাসী' শরিফুলকে তিরস্কার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-08-2021

'আগ্রাসী' শরিফুলকে তিরস্কার

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টিতে প্রতিপক্ষ ব্যাটসম্যান মিচেল মার্শকে আউট করে আগ্রাসী উদযাপন করেছিলেন পেসার শরিফুল ইসলাম। ব্যাটসম্যানকে আউট করে মাঠে যে মনোভাব দেখিয়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার, তা আইসিসির চোখে দৃষ্টিকটু। তার বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ উঠেছে। এজন্য তাকে তিরস্কার করা হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন।

মাঠে এই ধরনের আচরণ করে আইসিসির কোড অব কন্ডাক্ট লেভেল-১ এর আর্টিকেল ২.৫ লঙ্ঘন করেন শরিফুল। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল তাকে তিরস্কার করেন। প্রতিবাদ না করে তা মেনে নেওয়ায় বড় শাস্তির মুখোমুখি হতে হবে না বাংলাদেশের পেসারকে।

ম্যাচের ১৮তম ওভারে মার্শকে ফেরান শরিফুল। বাঁহাতি পেসারের স্লোয়ার বল টাইমিংয়ে গড়বড় করে মিড অফের কাছাকাছি ক্যাচ দেন। লং অফ থেকে দৌড়ে বল তালুবন্দি করেন নাঈম। সতীর্থ ক্যাচ নেওয়ার পরপরই শরিফুল আগ্রাসী হয়ে ওঠেন।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা