ভোটে জিতলে গাজা যুদ্ধ অবসানে নিজের সর্বশক্তি ঘোষণা কমালার
, আপডেট করা হয়েছে : 04-11-2024
ঘণ্টার
হিসেব
করলে
মার্কিন
নির্বাচনের
আর
বেশি
সময়
বাকি
নেই
।
এক
দিনেরও
কম
সময়
পরে
অনুষ্ঠিত
হবে
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট
নির্বাচন
।
এরপরেই
আমেরিকানরা
পাচ্ছে
তাদের
নতুন
নেতা
।
এবারের
নির্বাচনের
দুই
প্রার্থী
মার্কিন
ভাইস
প্রেসিডেন্ট
কমালা
হ্যারিস
এবং
সাবেক
মার্কিন
প্রেসিডেন্ট
ডনাল্ড
ট্রাম্প
।
নিজ
শিবিরে
সম্ভাব্য
সকল
ভোটারদের
ভোট
কুড়াতে
মরিয়া
হয়ে
শেষ
মুহূর্তে
এসেও
জোরালো
অভিযান
চালিয়ে
যাচ্ছেন
দুই
প্রার্থী
।
ডেমোক্রেট
দলের
প্রেসিডেন্ট
প্রার্থী
কমালা
হ্যারিস
মিশিগানের
স্টেট
ইউনিভার্সির
প্রচারাভিযানে
ভাষণ
দিয়েছেন
।
সেখানে
তিনি
ফিলিস্তিনের
গাজায়
যুদ্ধ
বন্ধে
নিজের
সকল
শক্তি
বিনিয়োগের
ঘোষণা
দিয়েছেন
।
তিনি
বলেছেন
,
আমি
গাজায়
যুদ্ধের
ইতি
টানতে
নিজের
সর্বশক্তি
বিনিয়োগ
করবো
।
এ
খবর
দিয়েছে
অনলাইন
বিবিসি
।
এতে
বলা
হয়
,
মিশিগানের
জনসভায়
একদম
সরাসরি
এই
ঘোষণা
দিলেন
কমালা
।
যুক্তরাষ্ট্রের
এই
রাজ্যটিতে
আরব
-
আমেরিকান
বংশোদ্ভূত
ভোটারের
সংখ্যাই
বেশি
।
তাদের
উদ্দেশ্য
করে
কমালা
গাজায়
শান্তি
ফিরিয়ে
আনতে
নিজের
সকল
প্রচেষ্টার
বিষয়ে
আগাম
বার্তা
তুলে
ধরেন
।
মূলত
সেখানে
আরব
-
মার্কিন
বংশোদ্ভূত
নাগরিকদের
ভোটের
হিস্যা
পেতেই
এমন
ঘোষণা
দিয়েছেন
কমালা
হ্যারিস
কেননা
।
গত
শুক্রবার
আরব
-
আমেরিকানদের
সামনে
হাজির
হয়েছিলেন
রিপাবলিকান
প্রেসিডেন্ট
প্রার্থী
ডনাল্ড
ট্রাম্প
।
বৃহৎ
আরব
-
আমেরিকান
জনবহুল
এলাকা
ডেয়ারবর্ন
শহরে
সফর
করেন
তিনি
।
সেখানে
তিনি
গাজায়
যুদ্ধের
পেছনে
ডেমোক্রেটদের
ভূমিকার
কথা
তুলে
ধরেন
।
এ
বিষয়টিকে
পুঁজি
করে
ট্রাম্প
বলেছেন
,
ইসরাইলকে
আর্থিকভাবে
সুবিধা
দিয়েছে
ডেমোক্রেটরা
।
সম্পাদকঃ মো এনায়েত হোসেন
প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)