রক্তাক্ত কাফনের কাপড় সরিয়ে মাকে দেখে মুষড়ে পড়লেন অ্যাম্বুলেন্স কর্মী
, আপডেট করা হয়েছে : 31-10-2024
রক্তাক্ত
কাফনের
কাপড়
সরিয়ে
দুঃসহনীয়
মর্মান্তিক
দৃশ্যের
সাক্ষী
হলেন
ফিলিস্তিনি
এক
অ্যাম্বুলেন্স
কর্মী
।
কেননা
স্ট্রেচারে
পড়ে
থাকা
কাফনে
মোড়ানো
মৃতদেহটি
যে
তার
মা
তা
তিনি
জানতেন
না
।
ইসরাইলের
বিমান
হামলায়
নিহত
হন
তার
মা
সামিরা
বারদিনি
।
দেখার
আগ
পর্যন্ত
এ
সম্পর্কে
কোনো
খবরই
পাননি
তিনি
।
এ
খবর
দিয়েছে
অনলাইন
টিআরটি
ওয়ার্ল্ড
।
এতে
বলা
হয়
,
কাফনে
মোড়ানো
নিজের
মাকে
দেখে
চিৎকার
করে
উঠেন
আবেদ
বারদিনি
নামের
এক
অ্যাম্বুলেন্স
কর্মী
।
তিনি
বলেন
,
ওহ
খোদা
!
শপথ
করে
বলছি
-
তিনি
আমারই
মা
।
না
দেখলে
কখনও
জানতেই
পারতাম
না
।
এ
দৃশ্য
দেখে
স্ট্রেচারের
পাশেই
কান্নায়
ভেঙ্গে
পড়েন
ওই
যুবক
।
ঘটনাস্থল
থেকে
অ্যাম্বুলেন্সে
করে
রক্তে
রঞ্জিত
মৃতদেহটি
যখন
আল
-
বালাহের
আল
-
আকসা
শহিদ
হাসপাতালের
দিকে
নিয়ে
যাওয়া
হচ্ছিল
তখন
তার
পাশেই
বসেছিলেন
বারদিনি
।
তখনও
তিনি
জানতেন
না
যে
কাফনে
মোড়ানো
মৃতদেহটি
তার
মায়ের
লাশ
।
স্বাস্থ্য
কর্মকর্তাদের
মতে
,
মাগাজি
শরণার্থী
শিবিরের
কাছে
একটি
গাড়ি
লক্ষ্য
করে
হামলা
চালায়
ইসরাইল
।
এতে
তিন
ব্যক্তি
নিহত
হন
।
তাদের
মধ্যে
একজন
ছিলেন
সামিরা
বারদিনি
।
যিনি
প্রথমে
গুরুতর
আহত
হয়েছিলেন
।
ধারণা
করা
হচ্ছে
উদ্ধারের
আগেই
মারা
যান
৬১
বছর
বয়সী
ফিলিস্তিনি
ওই
নারী
।
গাড়ির
পাশে
দাঁড়িয়ে
থাকায়
সরাসরি
বোমার
আঘাতে
ক্ষতবিক্ষত
হয়েছিলেন
তিনি
।
হামলার
সময়
ওই
গাড়িতে
আরও
দুই
ব্যক্তি
নিহত
হন
।
যারা
গাড়ির
ভিতরেই
অবস্থান
করছিলেন
।
ঘটনাস্থলে
পাঠানো
দুটি
অ্যাম্বুলেন্সের
একটিতে
ছিলেন
আবেদ
বারদিনি
।
বুধবার
শেষ
বিকেলের
সূর্যের
আলোতে
যখন
মৃতদেহটি
স্ট্রেচারে
করে
হাসপাতালের
ভিতরে
নিয়ে
যাচ্ছিলেন
তখনই
তিনি
কাপড়
সরিয়ে
মুষড়ে
পড়েন
।
দেখেন
কাফনের
ভিতরে
পড়ে
আছে
তার
মায়ের
নিথর
রক্তাক্ত
দেহ
।
সম্পাদকঃ মো এনায়েত হোসেন
প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)