সাত অঙ্গরাজ্যে নির্ধারণ হবে প্রেসিডেন্ট নির্বাচনের জয়-পরাজয়
, আপডেট করা হয়েছে : 30-10-2024
যুক্তরাষ্ট্রে
প্রেসিডেন্ট
নির্বাচনের
এক
সপ্তাহেরও
কম
সময়
রয়েছে
।
ডেমোক্র্যাট
প্রার্থী
কমলা
হ্যারিস
এবং
রিপাবলিকান
প্রার্থী
ডোনাল্ড
ট্রাম্প
দুজনই
প্রচার
পর্বের
শেষ
দিকে
রয়েছেন
।
দুজনই
আদাজল
খেয়ে
পড়ে
রয়েছেন
সাতটি
দোদুল্যমান
রাজ্যে
।
মার্কিন
নির্বাচনে
সাধারণত
এই
সাত
রাজ্যই
ফলাফল
নির্ধারণ
করে
দেয়
।
খবর
বিবিসি
যুক্তরাষ্ট্রে
৫০টি
অঙ্গরাজ্যের
মধ্যে
অধিকাংশ
রাজ্যের
ভোটারের
পছন্দ
মোটামুটি
ঠিকই
থাকে
।
কোনো
রাজ্য
হয়তো
ডেমোক্র্যাটদের
দখলে
,
আবার
কোনোটি
রিপাবলিকানদের
।
কিন্তু
সত্যিকারের
নির্বাচনী
যুদ্ধক্ষেত্র
হিসেবে
পরিচিত
সাত
রাজ্য
হলো
-
উইসকিনসন
,
নেভাদা
,
পেনসিলভানিয়া
,
মিশিগান
,
নর্থ
ক্যারোলিনা
,
জর্জিয়া
ও
অ্যারিজোনা
।
জরিপের
ফলগুলো
বলছে
,
এই
সাতটি
রাজ্যে
দুই
প্রার্থী
একেবারে
হাড্ডাহাড্ডি
অবস্থানে
রয়েছেন
।
সংবাদমাধ্যমগুলো
বলছে
,
আধুনিক
যুক্তরাষ্ট্রের
ইতিহাসে
এত
নিকটতম
প্রতিদ্বন্দ্বী
অবস্থায়
আর
দেখা
যায়নি
।
নর্থ
ক্যারোলিনা
,
অ্যারিজোনা
এবং
জর্জিয়ায়
সামান্য
ব্যবধানে
এগিয়ে
রয়েছেন
ট্রাম্প
।
এ
ছাড়া
উইসকিনসন
,
নেভাদা
,
পেনসিলভানিয়া
এবং
মিশিগানে
দুই
প্রার্থী
সমানে
-
সমান
অবস্থানে
রয়েছেন
।
এক
সময়
পেনসিলভানিয়ার
ওপর
ডেমোক্র্যাটরা
ভরসা
করতেন
,
কিন্তু
এবার
এই
রাজ্যের
চেয়ে
সমানে
-
সমান
পরিস্থিতি
আর
কোথাও
নেই
।
১৯৯২
সালের
পর
জর্জিয়ায়
আর
কোনো
ডেমোক্র্যাট
প্রার্থী
জয়ী
না
হলেও
২০২০
সালে
জো
বাইডেন
ঠিকই
জিতেছিলেন
।
এবার
সেখানে
কমলা
হ্যারিস
ভালো
করবেন
বলে
আশা
করছেন
ডেমোক্র্যাটরা
।
এ
ছাড়া
মিশিগান
ছিল
ডেমোক্র্যাটদের
শক্তিশালী
ঘাঁটি
কিন্তু
২০১৬
সালে
এ
রাজ্যেই
কুপোকাত
হয়েছিলেন
হিলারি
ক্লিনটন
।
অন্যদিকে
অ্যারিজোনায়
২০২০
সালে
জো
বাইডেন
মাত্র
১০
হাজার
৪৫৭
ভোটে
জয়ী
হয়েছিলেন
।
এবার
ট্রাম্প
আশা
করছেন
,
সীমান্তবর্তী
হওয়ায়
অভিবাসী
ইস্যুতে
এ
রাজ্যে
তার
সমর্থন
বাড়বে
।
উইসকনসিনের
দিকে
এবার
বাড়তি
নজর
দিয়েছেন
ট্রাম্প
।
এবার
নির্বাচনে
অর্থনীতি
,
স্বাস্থ্যনীতি
,
অভিবাসী
,
গাজা
ও
ইউক্রেন
যুদ্ধসহ
আরও
বেশ
কিছু
ইস্যু
ভোটারের
মনে
প্রভাব
ফেলছে
।
এসব
ইস্যুতে
একেক
প্রার্থী
নানা
কৌশল
অবলম্বন
করছেন
।
এবার
যারা
নতুন
ভোট
দেবেন
,
সেই
তরুণ
ভোটাদের
কাছে
টানতে
চাইছেন
ট্রাম্প
।
গত
সোমবার
জর্জিয়া
প্রযুক্তি
বিশ
^
বিদ্যালয়ে
তরুণ
শিক্ষার্থীদের
মধ্যে
সময়
কাটান
ট্রাম্প
।
এদিকে
প্রচার
পর্বের
শেষ
দিকে
এক
প্রার্থী
অপরকে
আক্রমণ
করছেন
।
গত
সোমবার
কমলা
হ্যারিস
ট্রাম্পকে
উদ্দেশ্য
করে
বলেন
,
ঘৃণা
ও
বিভেদের
কারণে
মানুষ
তার
প্রতি
বিরক্ত
।
গত
সোমবার
সন্ধ্যায়
মিশিগানের
আন
আরবারে
এক
সমাবেশে
যোগ
দেন
কমলা
।
এ
সময়
তার
রানিং
মেট
ও
মিনেসোটার
গভর্নর
টিম
ওয়ালজ
ছিলেন
।
ওই
সমাবেশে
সংগীতশিল্পী
ও
গীতিকার
ম্যাগি
রজারসেরও
একটি
পরিবেশনা
ছিল
।
অন্যদিকে
নিজে
‘
নাৎসি
’
নন
বলে
মন্তব্য
করেছেন
ডোনাল্ড
ট্রাম্প
।
তাকে
তার
একজন
সাবেক
চিফ
অব
স্টাফের
তরফে
ফ্যাসিবাদী
বলা
ও
প্রতিপক্ষ
(
কমলা
হ্যারিস
)
শিবির
থেকে
স্বেচ্ছাচারী
আখ্যা
দেওয়ার
অভিযোগ
খণ্ডন
করতে
গিয়ে
এ
কথা
বলেন
তিনি
।
উল্লেখ্য
,
৫
নভেম্বর
যুক্তরাষ্ট্রে
প্রেসিডেন্ট
নির্বাচন
।
৫০টি
অঙ্গরাজ্যের
মধ্যে
৪৮টির
জন্য
নিয়ম
হলো
-
যিনি
পপুলার
ভোটে
জিতবেন
,
তিনিই
সে
অঙ্গরাজ্যের
সব
কটি
ইলেকটোরাল
ভোট
পাবেন
।
এই
ক্ষেত্রে
পপুলার
ভোটের
ব্যবধান
যত
কমই
হোক
না
কেন
।
আর
নির্বাচনে
প্রেসিডেন্ট
পদপ্রার্থীকে
জয়ী
হওয়ার
জন্য
৫৩৮টি
ইলেকটোরাল
ভোটের
মধ্যে
২৭০টি
ভোট
পেতে
হবে
।
সম্পাদকঃ মো এনায়েত হোসেন
প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)