লেবাননে ভয়াবহ ইসরায়েলি হামলা, নিহত ৬০
, আপডেট করা হয়েছে : 29-10-2024
লেবাননে
ভয়াবহ
হামলা
চালিয়েছে
ইসরায়েল
।
ইসরায়েলি
সামরিক
বাহিনীর
চালানো
এই
হামলায়
কমপক্ষে
৬০
জন
নিহত
হয়েছেন
।
নিহতদের
মধ্যে
শিশুও
রয়েছে
।
এছাড়া
আহত
হয়েছেন
আরও
অর্ধশতাধিক
মানুষ
।
মধ্যপ্রাচ্যের
এই
দেশটির
পূর্বাঞ্চলে
অবস্থিত
বালবেকে
চালানো
বর্বর
এই
হামলায়
হতাহতের
এই
ঘটনা
ঘটে
।
মঙ্গলবার
(
২৯
অক্টোবর
)
এই
তথ্য
জানিয়েছে
সংবাদমাধ্যম
আল
জাজিরা
।
লেবাননের
স্বাস্থ্য
মন্ত্রণালয়
জানিয়েছে
,
লেবাননের
পূর্বাঞ্চলে
পূর্ব
বেকা
উপত্যকার
বালবেকের
কয়েকটি
এলাকায়
ইসরায়েলি
হামলায়
অন্তত
৬০
জন
নিহত
হয়েছেন
।
মূলত
হামলার
পর
বেকা
উপত্যকার
১২টি
এলাকা
থেকে
প্রাণহানির
এই
তথ্য
পাওয়া
গেছে
।
ইসরায়েলের
সর্বশেষ
এই
হামলায়
নিহতদের
মধ্যে
অন্তত
দুই
শিশুও
রয়েছে
।
হামলায়
কমপক্ষে
আরও
৫৮
জন
আহত
হয়েছেন
।
এদিকে
হামলার
পর
হতাহতের
এই
পরিসংখ্যান
এখনও
প্রাথমিক
বলে
মনে
করা
হচ্ছে
,
কারণ
উদ্ধার
তৎপরতা
এখনও
চলছে
।
নিহত
৬০
জনের
মধ্যে
বালবেক
শহরের
পশ্চিমে
আইন
আল
আলাক
নামক
স্থানে
কমপক্ষে
১৬
জনের
মৃত্যুর
তথ্য
রেকর্ড
করা
হয়েছে
।
অন্যদিকে
সোমবার
লেবাননজুড়ে
ইসরায়েলি
হামলায়
আরও
৩৮
জন
নিহত
হয়েছেন
।
মূলত
গত
২৩
সেপ্টেম্বর
থেকে
রাজধানী
বৈরুতের
পাশাপাশি
লেবাননজুড়ে
ব্যাপক
বিমান
হামলা
চালিয়ে
যাচ্ছে
ইসরায়েল
।
ইসরায়েলি
সামরিক
বাহিনীর
দাবি
,
সশস্ত্র
গোষ্ঠী
হিজবুল্লাহর
অপারেটিভস
,
অবকাঠামো
এবং
অস্ত্রাগারকে
লক্ষ্য
করে
এই
হামলা
চলছে
।
হিজবুল্লাহও
পাল্টা
আঘাত
হানছে
।
গত
সপ্তাহে
লেবাননে
অভিযানরত
ইসরায়েলি
বাহিনীর
৭০
জন
সেনাকে
হত্যার
দাবি
করেছে
শক্তিশালী
এই
সশস্ত্র
গোষ্ঠীটি
।
অবশ্য
ঠিক
কত
দিনে
এই
সেনারা
নিহত
হয়েছেন
,
তা
এই
বিবৃতিতে
উল্লেখ
করেনি
গোষ্ঠীটি
।
এর
আগের
সপ্তাহে
এক
বিবৃতিতে
হিজবুল্লাহর
পক্ষ
থেকে
৫৫
জন
ইসরায়েলি
সেনাকে
হত্যার
দাবি
করা
হয়েছিল
।
এছাড়া
গত
বছরের
অক্টোবরে
হিজবুল্লাহ
ও
ইসরায়েলের
মধ্যে
যুদ্ধ
শুরু
হওয়ার
পর
থেকে
লেবাননে
মৃতের
সংখ্যা
২
হাজার
৭১০
জনে
পৌঁছেছে
।
যার
মধ্যে
১২৭
জন
শিশুও
রয়েছে
।
সম্পাদকঃ মো এনায়েত হোসেন
প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)