ভিনিসিয়াস জুনিয়র নয়,রদ্রির হাতেই ব্যালন ডি’অর
, আপডেট করা হয়েছে : 29-10-2024
ভিনিসিয়াস
জুনিয়র
নয়
,
২০২৪
ব্যালন
ডি
’
অর
জিতলেন
স্প্যানিশ
ও
ম্যানচেস্টার
সিটির
ডিফেন্সিভ
মিডফিল্ডার
রদ্রি
।
লাইবেরিয়ার
সাবেক
প্রেসিডেন্ট
,
এসি
মিলান
কিংবদন্তি
ও
১৯৯৫
ব্যালন
ডি
’
অরজয়ী
জর্জ
উইয়াহ
মঞ্চে
তার
নাম
ঘোষণা
করেন
।
প্যারিসের
থিয়েটার
দু
শাতলেতে
সোমবার
(
২৮
অক্টোবর
)
দিবাগত
রাতে
এই
পুরস্কার
ঘোষণা
করা
হয়
।
৬৪
বছর
পর
এই
প্রথম
ছেলেদের
ব্যালন
ডি
’
অর
জিতলেন
স্পেনের
কোনো
খেলোয়াড়
।
রদ্রির
আগে
সবশেষ
স্প্যানিশদের
হয়ে
১৯৬০
সালে
এই
পুরস্কার
জিতেছিলেন
লুইস
সুয়ারেজ
।
দ্বিতীয়
স্প্যানিশ
হিসেবে
ছেলেদের
বর্ষসেরার
এই
ট্রফি
জিতলেন
রদ্রি
।
পুরস্কার
নিতে
ক্রাচে
ভর
দিয়ে
মঞ্চে
ওঠেন
রদ্রি
।
এ
সময়
তাকে
বেশ
আবেগপ্রবণ
মনে
হয়েছে
।
রদ্রি
গত
মৌসুমে
স্পেনের
হয়ে
জিতেছেন
ইউরো
।
হয়েছেন
টুর্নামেন্টের
সেরা
খেলোয়াড়ও
।
সিটির
হয়ে
জিতেছেন
লিগ
,
সুপার
কাপ
ও
ক্লাব
বিশ্বকাপ
।
ক্লাব
ও
জাতীয়
দল
মিলিয়ে
গত
মৌসুমে
হেরেছেন
মাত্র
এক
ম্যাচ
।
ব্যালন
ডি
’
অরের
তালিকায়
দ্বিতীয়
হয়েছেন
ভিনিসিয়াস
জুনিয়র
।
তৃতীয়
জুড
বেলিংহাম
।
ডি
’
অর
জেতার
পর
স্প্যানিশে
নিজের
বক্তব্যে
রদ্রি
বলেন
,
আমি
,
আমার
পরিবার
ও
দেশের
জন্য
খুব
খুব
বিশেষ
একটি
দিন
।
পরে
ইংরেজিতে
বলেছেন
,
প্রতিদিন
উন্নতির
চেষ্টা
করি
,
নিজের
খেলার
মান
বাড়ানোর
চেষ্টা
করি
।
আধুনিক
সময়ের
হোল্ডিং
মিডফিল্ডারের
ভূমিকায়ও
আরেকটু
বেশি
কিছু
করার
চেষ্টা
করি
।
মাঠের
বাইরে
রদ্রি
নিজেকে
নিয়ে
বলেছেন
,
সাধারণ
মানুষ
।
খেলা
ও
নিজের
পেশা
উপভোগ
করি
।
ভালো
মানুষ
হওয়ার
চেষ্টা
করি
।
মেজাজ
হারানোর
আগে
আমি
শান্ত
মানুষ
।
ছোটদের
দেখাতে
চাই
,
পাগলাটে
হওয়ার
দরকার
নেই
।
সাধারণ
হয়েই
পারো
,
নিজের
সেরাটা
দেয়ার
চেষ্টা
করো
।
চোট
নিয়ে
বলেন
,
আগের
চেয়ে
ভালো
বোধ
করছি
…
এটা
জীবনেরই
অংশ
।
রদ্রি
এখন
পরিবারের
সঙ্গে
কিছুদিন
একান্তে
কাটিয়ে
আরও
শক্তিশালী
হয়ে
ফিরতে
চান
।
প্রসঙ্গত
,
রদ্রির
সাথে
উপহার
পেলেন
স্পেন
ও
ম্যানচেস্টার
সিটির
সমর্থকরাও
।
২০০৬
সালে
ফাবিও
কানাভারোর
পর
প্রথম
ডিফেন্সিভ
খেলোয়াড়
হিসেবে
ব্যালন
ডি
’
অর
জিতলেন
রদ্রি
।
ম্যানচেস্টার
সিটির
প্রথম
খেলোয়াড়
হিসেবেও
।
ইংলিশ
লিগে
খেলা
সপ্তম
খেলোয়াড়
হিসেবেও
ব্যালন
ডি
’
অরজয়ী
রদ্রি
।
সম্পাদকঃ মো এনায়েত হোসেন
প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)