দিল্লি বিমানবন্দরে হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-08-2021

দিল্লি বিমানবন্দরে হামলার হুমকির পর নিরাপত্তা জোরদার

দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরপর সম্ভাব্য নাশকতা এড়াতে এই বিমানবন্দরে সতর্কাবস্থা জারি করে কর্তৃপক্ষ। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, হামলার হুমকি দিয়ে  শনিবার বিমানবন্দরের কন্ট্রোল রুমে একটি ইমেইল আসে। এতে লেখা ছিল, ‘বিমানবন্দরে হামলার পরিকল্পনা করেছে আলকায়দা। কর্ণবীর সুরী ওরফে মোহাম্মদ জালাল ও তার স্ত্রী শেলী সারদা ওরফে হাসিনা রবিবার সিঙ্গাপুর থেকে দিল্লি আসছেন। আগামী তিন দিনের মধ্যে তারা বিমানবন্দরে বোমা রাখার পরিকল্পনা করেছেন।’

এই ইমেইল পাওয়ার পরে তদন্তে নামে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ বলেছে, কোথা থেকে এই ইমেইল করা হয়েছে এবং এর পেছনে আদৌ কোনো দূরভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে জানা গেছে আগেও এই দুইজনের নামে বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে ইমেইল করা হয়। এরপরও দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না। বিমানবন্দরে প্রবেশ ও বাইরের দরজায় অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তায় যাতে কোনো কমতি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা