চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার এবং ডেমিস হাসাবিস ও জন জাম্পার। তারা কম্পিুউটেশনাল প্রোটিন ডিজাইন এবং প্রোটিনের কাঠামোর তৈরির গবেষণার জন্য এই পুরস্কার লাভ করলেন তারা। নোবেল পুরষ্কারের অর্ধেক অর্থ পাবেন ডেভিড বেকার একাই এবং বাকি অর্ধেক ডেমিস হাসাবিস ও জন জাম্পারকে ভাগ করে দেওয়া হবে।
আজ বুধবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সুইডিশ নোবেল একাডেমি এই পুরস্কার ঘোষণা করে।