পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা শুরু করতে হবে’-বলেন সারজিস আলম


, আপডেট করা হয়েছে : 06-10-2024

পিএসসি সংস্কার করে চাকরির পরীক্ষা শুরু করতে হবে’-বলেন সারজিস আলম

সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে আটকে আছে।

সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত প্রায় সব কার্যক্রম যে প্রতিষ্ঠানটি করে থাকে, সে সংস্থার স্থবিরতায় স্বভাবতই হতাশার মধ্যে পড়েছেন চাকরিপ্রত্যাশীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

বিষয়টি নিয়ে কথা বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি এ সপ্তাহের মধ্যে সরকারি কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন।

গতকাল শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ দাবি জানান।

সারজিস আলম বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের জব এক্সামগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।



সম্পাদকঃ মো এনায়েত হোসেন

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)