ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে


, আপডেট করা হয়েছে : 05-06-2022

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতরা প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেন মামলার বাদী নিহতের বড় ভাই কিবরিয়া মিয়াজী। গত ৩জুন শুক্রবার শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজ মাঠে ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের কর্মী সমাবেশে উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার আসামি দেরকে প্রকাশ্যে মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এতে স্থানীয় লোকজনের মাঝে কানাঘুষা শুরু হয়েছে। অথচ পুলিশ তাদের কে ধরে না। পুলিশের ভাষ্য অনুযায়ী তারা পলাতক।


মোবাইল ফোন ব্যবসায়ী উজ্জল মিয়াজি গত ৫ মে রাতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়ী এলাকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে তদারকী করতে গেলে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করো আমার ভাইকে হত্যা করে। এ বিষয়ে মতলব উত্তর থানার মামলা নং ৬ (৫) ২২।


মামলার বাদী গোলাম কিবরিয়া মিয়াজী বলেন, আমির হোসেন কালু,পিতা,আবুল বেপারী, আতাউল্লা,পিতা,নান্নু মিজি, সামছু,পিতা,,আবুল বেপারী, কবির খালাসী, জজ মিয়া খালাসী, নাহিদ খালাসী, মমিন মিজি, ইকবাল মিজি, শফি মিজি, বাদশা, শাহজাহান, কামরুজ্জামান, বাবলা ওরফে উজ্জলসহ এজাহারভুক্ত সকল আসামীরা ঘটনার এক মাস অতিবাহিত হওয়ার

পরও প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রকাশ্যে ও দিবালোকে ঘুরে বেড়ালেও প্রশাসন উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করছে না। আমি আপনাদের মাধ্যমে সব আসামীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি। 


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা