বাবলা ডাকাত ও কবিরখালাশীকে ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 05-06-2022

বাবলা ডাকাত ও কবিরখালাশীকে   ধরিয়ে দিতে পারলে ২ লাখ টাকা পুরস্কার

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি হত্যাকান্ড মামলার আসামিদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে তার পরিবার। উজ্জ্বল মিয়াজির বড় ভাই কিবরিয়া মিয়াজী জানান, জ্জ্বল মিয়াজি হত্যাকান্ডের ঘটনায় চাঁদপুরের মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ২৭দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের ধরতে পারেনি। (মামলা নং-০৬, ০৭-০৫-২২)।


তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ভাইকে নিশংসভাবে কুপিয়ে হত্যা করেছে চিহিৃ ত নৌ ডাকাতরা। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে। আমার পরিবার আমার ভাই হত্যার বিচাঁরের দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেরাচ্ছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন এবং মুন্সিগঞ্জ প্রেসক্লাবে একই কর্মসূচি পালন করা হয়েছে। পুলিশ বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার করতে পারেনি।


কিবরিয়া মিয়াজী বলেন, তাই আমি আমার ভাইয়ের খুনি উজ্জ্বল খালাসি ওরফে বাবলা, ফরিদ গাজী ও কবির খালাসি সহ অন্য আসামিদের ধরিয়ে দিতে পারলে ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা