ইমরানের দুই সহযোগীর নাম নো ফ্লাই লিস্ট থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 13-04-2022

ইমরানের দুই সহযোগীর নাম নো ফ্লাই লিস্ট থেকে সরাতে হাইকোর্টের নির্দেশ

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই সহযোগীর নাম নো ফ্লাই লিস্ট থেকে সরাতে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। সেই দুই সহযোগী হলেন শাহবাজ গিল ও মির্জা শাহজাদ আকবর। খবর ডনের। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় এফআইকে তিরস্কারও করেছে আদালত। পাশাপাশি পিটিআই নেতাদের নাম স্টপ লিস্ট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

ইমরানের দল পিটিআইয়ের অভিযোগ, ইমরানকে ক্ষমতাচ্যুত করার পরপরই তাদের নেতাদের নাম নো ফ্লাই লিস্টে অন্তর্ভূক্ত করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এ বিষয়ে এফআইএকে তিরস্কার করেছেন আদালত। শাহবাজ গিল ও মির্জা শাহজাদ আকবসহ বেশ কয়েকজন নেতার নাম আছে স্টপ লিস্টে। এতে করে দেশের বাইরে যেতে বাধার সম্মুখীন হবেন তারা।

আদালতকে এফআইএ জানায়, ‌‌‌‘দেশের বর্তমান পরিস্থিতিতে পিটিআই নেতাদের নাম স্টপ লিস্টে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর উত্তরে আদালত জিজ্ঞেস করেন, ‘দেশে কী ঘটেছে? মার্শাল ল জারি হয়েছে?’

শাহবাজ গিল ও মির্জা শাহজাদ আকবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। এরপর এফআইএকে উদ্দেশ্য করে আদালত বলেন, ‘দুই নেতার বিরুদ্ধে পিটিআই সরকারের আমলে কি মামলা হয়েছিল? নিজেদের সম্মান হারাবেন না।’ 

এফআইএর মহাপরিচালককে ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘যাতে কাউতে বিব্রত করা না হয়।’ 

প্রতিশোধের ওপর ভিত্তি করে কোনো পদক্ষেপ না নিতেও সরকারের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ।

সূত্র: ডন


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা