কর্মীর সঙ্গে ইমরান খানের দলের সংসদ সদস্যের ঘুষাঘুষি


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 13-04-2022

কর্মীর সঙ্গে ইমরান খানের দলের সংসদ সদস্যের ঘুষাঘুষি

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) এক কর্মীর সঙ্গে দলটির এক পার্লামেন্ট সদস্যের মারপিটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ইসলামাবাদের হোটেল মেরিয়টে ইফতারের সময় এই ঘটনা ঘটে।

বিবিসি উর্দু জানিয়েছে, ওই আইনপ্রণেতার নাম নুর আলম খান। তিনি পেশোয়ার থেকে পিটিআইয়ের মনোনয়নে নির্বাচিত হয়েছিলেন। ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটে যে ২০ পিটিআই আইনপ্রণেতা দলের বিপক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নুর আলম তাদের একজন। 

খবরে বলা হয়, ঘটনার সময় ওই হোটেলে নুর আলম পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা নাদিম আফজাল চান, সিনেটর নওয়াজ খোখার এবং ফয়সাল করিম কুন্ডির সঙ্গে ইফতার করছিলেন। পিটিআই ওই কর্মী পশতু ভাষায় নুর আলমকে গালাগাল করেন। 

এ সময় তিনি পারিবারিক অনুষ্ঠানের কথা বলে ওই কর্মীকে ঝামেলা না করতে অনুরোধ করেন।  কিন্তু তাতেও না থেমে ক্রমাগতভাবে গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে নুর আলম ধৈর্য হারিয়ে ফেলেন এবং ওই কর্মীকে ঘুষি দিয়ে বসেন। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিপিপি নেতা খোখার এবং কুন্ডিও পিটিআই কর্মীকে মারধর করেন। 

নুর আলম ২০১৮ সালে পিটিআইয়ে যোগ দেন এবং নির্বাচন করে জিতে জাতীয় পরিষদের সদস্য হন। এর আগে তিনি পিপিপি দলের সদস্য ছিলেন। এ ঘটনায় ইসলামাবাদ ‍পুলিশের কাছে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। 

অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে ১৭৪ জন সদস্য শাহবাজ শরীফের পক্ষে ভোট দেন। বিপক্ষে কেউ ভোট দেননি কেউ।

এই ১৭৪ জন সদস্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে  তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেয়।



উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা