মারিওপোলে ১০২৬ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ, দাবি রাশিয়ার


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 13-04-2022

মারিওপোলে ১০২৬ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ, দাবি রাশিয়ার

মারিওপোলে ইউক্রেনের ১ হাজার ২৬ সেনা তাদের অস্ত্র ফেলে রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে। বুধবার এমন দাবিই করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীটিতে কয়েক সপ্তাহ ধরেই রুশ সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। বিবিসির খবর বলছে, শহরটি এখন প্রায় রাশিয়ার নিয়ন্ত্রণেই আছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই সেনারা ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের। তাদের মধ্যে ১৬২ জন বড় কর্মকর্তাও আছেন। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ রাশিয়ার সেনাবাহিনী ও দোনেৎস্ক রিপাবলিক মিলিশিয়ার কাছে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা স্বেচ্ছায় অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে।’

রাশিয়া আরও জানিয়েছে ১৫১ জন আহত ইউক্রেনীয় সেনাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কাউকে আবার মারিওপোল শহরের হাসপাতালে পাঠানো হয়েছে। 

যদিও এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।


সূত্র: বিবিসিআল জাজিরা


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা