চীন-যুক্তরাষ্ট্রকেও ইতিবাচক বার্তা দিলেন শাহবাজ শরীফ


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 13-04-2022

চীন-যুক্তরাষ্ট্রকেও ইতিবাচক বার্তা দিলেন শাহবাজ শরীফ

চীনের সাথে ইমরান খানের সখ্যের বিষয়টি সবার জানা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে শুরুর বিরোধ শেষ মুহূর্তে আরও তুঙ্গে রেখে গেছে খান প্রশাসন। ইমরান খানের প্রকাশ্য অভিযোগ ছিল, তার বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র।

সেকারণে বিশ্বের দুই ক্ষমতাধর দেশ চীন-যুক্তরাষ্ট্রের সাথেই কূটনৈতিক সম্পর্কে খানিকটা পিছিয়ে পড়েছে পাকিস্তান। পদে বসে সেই ভাঙা সম্পর্ক জোড়ার কাজ শুরু করেছেন পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে তিনি দিয়েছেন সম্পর্ক ভালো রাখার সবুজ সঙ্কেত।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘নতুন সরকার গঠনমূলক ও ইতিবাচকভাবে শান্তি রক্ষা, নিরাপত্তা ও ‍আঞ্চলিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায়।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটের জবাবে শাহবাজ শরীফ বলেছেন, ‘ভারতের সাথে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায় পাকিস্তান।’

আর চীনা দূত প্যাং ছুনজুইর সাথে আলোচনায়, চীনের সাথেও ভালো সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান শাহবাজের প্রশাসন এমন ইচ্ছাই পোষণ করেছে।

সূত্র: ডন


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা