ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের যাত্রা শুরু


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 13-04-2022

ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের যাত্রা শুরু

ভারতের তৈরি প্রথম যাত্রীবাহী বিমান আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করেছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুকে নিয়ে ডিব্রুগড়ের মোহনপুর বিমানবন্দর থেকে অ্যালায়েন্স এয়ারের ডর্নিয়ের-২২৮ বিমানটি অরুণাচলের পাসিঘাটে পৌঁছায়।

মঙ্গলবার অ্যালায়েন্সের ডিব্রুগড়-লীলাবাড়ি-পাসিঘাট-গুয়াহাটি রুটে আনুষ্ঠানিকভাবে বিমানটি চালু হলেও নিয়মিত ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল থেকে। খবর আনন্দবাজার পত্রিকার।

উল্লেখ্য, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই প্রথম ভারতে যাত্রীবাহী ডর্নিয়ের বিমান তৈরি করেছে।

অ্যালায়ান্সের সঙ্গে দুটি ১৭ আসনবিশিষ্ট ডর্নিয়ার ডিও-২২৮ বিমান লিজে দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড।

অ্যালায়ান্স এয়ার জানায়, বিমান প্রকল্পের অধীনে উজানি আসামের ডিব্রুগড় থেকে উত্তর-পূর্বের পাঁচটি শহরে বিমান পরিষেবা চালু করতে যাচ্ছে।

আগামী ১২-১৫ দিনে ডিব্রুগড়-তেজু ও ডিব্রুগড়-জিড়োরোর মধ্যেও ফ্লাইট চালু হবে। এর পর ডিব্রুগড় থেকে টুটিং, মেচুকা ও বিজয়নগর পর্যন্ত বিমান চালানো হবে।
৬৫০ কোটি টাকার হলঙ্গি বিমানবন্দর শিগগিরই চালু হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা