ভোলায় কিশোর গ্যংদের হামলার স্বীকার কলেজ ছাত্র, উত্তেজিত সহপাঠীরা।


ভোলা প্রতিনিধি। , আপডেট করা হয়েছে : 12-04-2022

ভোলায় কিশোর গ্যংদের হামলার স্বীকার কলেজ ছাত্র, উত্তেজিত সহপাঠীরা।

ভোলায় কিশোর গ্যাংদের হামলার স্বীকার কলেজ ছাত্র। আজ মঙ্গলবার (১২ই এপ্রিল) এ ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায় আবু বক্কর সিদ্দিক তানিম (১৮) দক্ষিনবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট ভোলা র সিভিল বিভাগের ২০১৯/২০ সেশনের ছাত্র। তিনি আজ মঙ্গলবার কলেজ থেকে ব্যবহারিক পরীক্ষা দিয়ে তার সহপাঠীদের যোগে বাসায় ফিরার পথে ভোলা রীরশ্রেষ্ঠ বাস স্ট্যার্ন্ড সংলগ্ন বিশ্বরোড মোড়ে গেলে কিশোর গ্যাংদের মধ্যে দুইজন রিক্সায় তুলে হেলিপোর্ট মাঠের কাছে নিয়ে যায়, সেখানে থাকা কিশোর গ্যাংদের অন্যান্য প্রায় ১২/১৩ সদস্যরা মিলে তাদের হাতে থাকা হকিস্টিক দিয়ে শরীরে বিভিন্ন যায়গায় আঘাত করে । এতে কলেজ ছাত্রের ডান পাশের কান ছিরে রক্তাক্ত হয় তাতে প্রায় ৫টি সেলাই দিতে হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন যায়গায় নিলাফোলা ও মারাত্মক জখম হয়েছে। তানিমের সহপাঠী মোঃ ইউসুফ, সৌরভ,সাগর বলেন, আমরা বিশ্বরোডের মোড়ে যাওয়া মাত্র একটা রিক্সা দিয়ে দুইটা ছেলে আইসা তানিম কে? জিজ্ঞেস করে, পরে তানিম পরিচয় দিলে তাকে রিক্সায় উঠতে বলেন, এবং আপনার সাথে কথা আছে বলে ফায়ার সার্ভিসের উত্তরপাশে হ্যালিপোর্ট মাঠের কাছে নিয়ে যায়, আমরা পিচন দিয়ে দৌড়ে গিয়ে দেখি তানিমেরে প্রায় ১২/১৩জন মিলে মারতেছে। আমরা ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা আজ হত্যা করি নাই আরেকদিনের জন্য রেখে দিছি বলে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হসপিটালের নিয়ে যাই। কিশোর গ্যাংদের চিনতে পারার বিষয়ে প্রশ্ন করলে মেহেরাব নামের একজনকে চিনছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। এবিষয়ে ঐ কলেজের সিভিল বিভাগের সিআই বেল্লাল নাফিজের সাথে কথা বললে তিনি বলেন, ছাত্রদের কাছ থেকে ঘটনা শুনে ঘটনা স্থলে যাই, এবং উত্তেজিত তানিমের সহপাঠীদের শান্ত করে আইনানুগ ব্যবস্থার আশ্বাস দিয়ে ক্যাম্পাসে নিয়ে আসি। এটা সত্যি দঃখজনক বলে অভিমত প্রকাশ করেন , নিরাপদে কলেজে ছাত্র/ ছাত্রীরা আসতে নিশ্চিত করার প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই শিক্ষক । এবিষয়ে মেহেরাবের বাবা লোকমানের সাথে কথা বললে তিনি বলেন আমার ছেলে সকালে বের হয়েছে, এখনো বাসায় আসেনি ফোন করছি তা বন্ধ রয়েছে। বাসায় আসুক আমি জিজ্ঞেস করে সত্যতা পেলে বিচার করবো৷ ভোলা সদর থানার ওসি জনাব এনায়েত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা