বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে ভারত: দোরাইস্বামী


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 12-04-2022

বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে ভারত: দোরাইস্বামী

বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র ভারত আরও প্রসারিত করবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পে হাইটেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ন কুমার ঘোষ, প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম, ঢাকা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রমুখ।

ভারত সরকারের ঋণ সহযোগিতায় বাংলাদেশের ১২ জেলায় নির্মিত হচ্ছে আইটি/হাইটেক পার্ক। ১২টি হাইটেক পার্কের একটি নির্মিত হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে।

অনুষ্ঠানে ভারতীয় হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী দুই দেশের সম্পর্ক আরও দৃঢ়করণ এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে ১২ জেলায় হাইটেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ দিয়েছে। ভবিষ্যতে ভারত বাংলাদেশে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করবে বলে আমরা আশাবাদী।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা