হিলিতে ভারতীয় পেঁয়াজ ১২ টাকা, দেশি ১৭


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 12-04-2022

হিলিতে ভারতীয় পেঁয়াজ ১২ টাকা, দেশি ১৭

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১২ টাকায় এবং দেশি পেঁয়াজ ৩ টাকা কমে বিক্রি হচ্ছে ১৭ টাকা দরে।

ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়াতেই কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

পেঁয়াজ কিনতে আসা কোরবান আলী জানান, রমজান মাসে পেঁয়াজের প্রয়োজন অনেক বেশি। প্রতিটি রান্নার কাজে পেঁয়াজ প্রয়োজন হয়। পেঁয়াজের দাম কিছুটা স্বাভাবিক আছে। তবে সয়াবিন তেল, চিনি, আটা এবং চিনির বাজারে কোনো স্বস্তির খবর নেই। যার জন্য সাধারণ ভোক্তারা বিপাকে আছে। সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটিই আশা তাদের।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখার জন্য ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু করা হয়েছে। রমজান মাসে পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই।

হিলি কাস্টমসের তথ্যমতে, সোমবার ভারতীয় ছয়টি ট্রাকে ১৬৮  টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা