পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরু


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 11-04-2022

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন শুরু

অনাস্থা ভোটে ইমরান খান হেরে যাওয়ার পর পাকিস্তানের সংবিধান অনুযায়ী এখন জাতীয় পরিষদের সদস্যরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন। 

সোমবারই পাকিস্তান পাবে তাদের ২৩তম প্রধানমন্ত্রীকে। 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন মুসলিম লিগ-এন এর প্রধান নেতা শেহবাজ শরীফ।

আর এ প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী বিকেলে এ অধিবেশন শুরু হয়। 

অধিবেশনটি পরিচালনা করছেন ডেপুটি স্পিকার কাসেম সুরি। তিনিই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন। এরপর সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে এবং অনাস্থা ভোট  আয়োজনের  নির্দেশ দেয়।

এদেক জাতীয় পরিষদ শুরু হওয়ার আগে ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী নির্বাচনের অধিবেশন বয়কট করার ঘোষণা দেয়। 

এর আগে পিটিআইয়ের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশিকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু দলটি অধিবেশন বয়কট করায় এখন প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি হলেন শেহবাজ শরীফ।

সূত্র: জিও নিউজ


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা