নাটোরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড


নাহিদা আক্তার পপি,বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-04-2022

নাটোরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে স্বামী ওমর ফারুককে (৩৫) হত্যার দায়ে তাঁর স্ত্রী আম্বিয়া বেগমকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে নাটোরের অতিরিক্ত দায়রা জজ মোছা. কামরুন্নাহার এই রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত গৃহবধূ আম্বিয়া বেগমের বাবার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াস গ্রামে। তিনি নাটোর সদর উপজেলার সিংগারদহ গ্রামের নিহত ওমর ফারুকের স্ত্রী। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালে আম্বিয়াকে বিয়ে করেন ওমর ফারুক। তিনি ইটভাটা ও গৃহস্থালির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০২০ সালের ২ জুন রাত ৯টার দিকে রাতে খাওয়া শেষে ওমর ফারুক বাড়ির বাইরে যান। রাত দুইটার দিকে আম্বিয়ার ডাকাডাকিতে শ্বশুরসহ বাড়ির লোকজন ঘরের বাইরে এসে ওমর ফারুককে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চোখ, গলা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত ওমর ফারুকের বাবা আবদুল্লাহ মিয়া বাদী হয়ে আম্বিয়াকে আসামি করে নাটোর সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ওমর ফারুকের স্ত্রী আম্বিয়ার নামে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা