বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৯


ভোরের ধ্বনি ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-08-2021

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ নিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে ৯ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১৬ হাজার ২০০টাকা উদ্ধার করা হয়। 

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৬ আগস্ট) তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সুমন মিয়া (২৮), শান্ত  ইসলাম  (২৬), মো. রুকু মিয়া (২৪), সেন্টু হোসেন আমির (৩২), মোঃ মনির হোসেন (৩৮), মো. হাসান (৩২), মো. শামীম ভুঁইয়া (২৯), মো. সবুজ হাওলাদার (২৫) ও মো. শাহিন (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সানারপাড় এলাকার মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর টাকার বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলছিলো আসামিরা।
    
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই দোকানের ভিতর বেশ কিছু দিন যাবৎ টাকার বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে আবার কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা