নাসিরনগরে ঝড়ে ভেঙেছে দুই শতাধিক ঘর, ফসলের ক্ষতি


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 11-04-2022

নাসিরনগরে ঝড়ে ভেঙেছে দুই শতাধিক ঘর, ফসলের ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সোমবার সকালে ও রবিবার গভীর রাতের ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে ফসলের। তবে এতে হতাহতের কেনো ঘটনা ঘটেনি। 

নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। 

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সকালে ভলাকুট, কঠুই, ও খাগালিয়া, বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে ঝড় বয়ে যায়। এতে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।

নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন জানান, ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সময় শিলা বৃষ্টির কারণে পূূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা