দুই মামলায় জামিন পেলেন সম্রাট,তবে মুক্তি মিলছে না।


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 10-04-2022

দুই মামলায় জামিন পেলেন সম্রাট,তবে মুক্তি মিলছে না।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন।আজ রবিবার পৃথক আদালত এসব জামিন দেন। অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এবং অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক জামিন দেন সম্রাটকে। তবে দুই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য রয়েছে। এ ব্যাপারে সম্রাটের আইনজীবী কাজী এহসানুল হক সমাজি বলেন, ‘সম্রাটের অর্থ পাচারের মামলায় এবং অস্ত্র মামলায় জামিন হয়েছে। তবে এখনও তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে।’

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা