ছিনতাইকারীদের উদ্দেশে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 10-04-2022

ছিনতাইকারীদের উদ্দেশে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কঠোর বার্তা দিয়ে বলেছেন, কোনো ছিনতাইকারী পার পাবে না। তাদের ধরে আইনের মুখোমুখি করা হবে।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই আগেও ছিল। তবে পুলিশসহ আমাদের নিরাপত্তা বাহিনীর ভূমিকার কারণে আগের তুলনায় ছিনতাই কমেছে। গত ১০ বছর আগের কথা চিন্তা করলে, তার সঙ্গে তুলনা করলে তো মনে হবে জিরো (ছিনতাই) হয়ে গেছে। 

এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাঝে মধ্যে দুই-একটি ঘটনার কারণে আপনারা আতঙ্কিত হচ্ছেন। এগুলো যারা করছে, সবগুলোই আমাদের হাতে ধরা পড়ে গেছে। আমাদের পুলিশ অনেক অ্যাকটিভ (সক্রিয়), দক্ষ। তাই যারাই ছিনতাই করুক, পার পাবে না। আমরা সবাইকেই ধরছি। আইনের মুখোমুখি হতে হবে, ইনশাআল্লাহ। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে দুই বছর সবকিছুই স্থবির হয়ে গেছে। যখনই অর্থনৈতিক চাপ পড়ে তখনই এ ধরনের কিছু ঘটনা (ছিনতাই) ঘটে যায়। যে দুই-এক জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা