১০০-এর বেশি হাসপাতালে আক্রমণ চালিয়েছে রাশিয়া: ডব্লিউএইচও


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 10-04-2022

১০০-এর বেশি হাসপাতালে আক্রমণ চালিয়েছে রাশিয়া: ডব্লিউএইচও

ইউক্রেনের ওপরে আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত ১০০টিরও বেশি হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। 

বৃহস্পতিবারে এই পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব হামলায় এখন পর্যন্ত ৭৩ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছেন। খবর ডেইলি সাবাহর।

ডব্লিউএইচওর তথ্য অনুসারে, ১০৩টি হামলার মধ্যে ৮৯টি হাসপাতালে এবং ১৩টি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহণে আক্রমণ হয়েছে।

সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, আমরা ক্ষুব্ধ যে হাসপাতালের ওপরেও আক্রমণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্যসেবা খাতের ওপর হামলা করা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।

শান্তিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। তাই আবারও রাশিয়ান ফেডারেশনকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা