রাসেলকে কারামুক্ত করে ফের ইভ্যালি চালু করতে চান শামীমা


অনলাইন ডেস্কঃ , আপডেট করা হয়েছে : 09-04-2022

রাসেলকে কারামুক্ত করে ফের ইভ্যালি চালু করতে চান শামীমা

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলকে দ্রুত সময়ের মধ্যে জামিনে মুক্ত করে আবার প্রতিষ্ঠানটি চালু করতে চান তার স্ত্রী শামীমা নাসরিন। 

ইভ্যালি মার্চেন্ট অ্যান্ড কনজ্যুমারস কো-অর্ডিনেশন কমিটির সঙ্গে গতকাল (শুক্রবার) দিবাগত রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, ‘আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব রাসেলকে জামিনে মুক্তি করানো যায়। তাকে নিয়ে ইভ্যালিকে পুনরায় চালু করতে চাই।’

স্বামী রাসেলসহ গ্রেফতার হয়ে ছয় মাসেরও বেশি সময় কারাবন্দি থাকার পর গত ৬ এপ্রিল জামিনে মুক্তি পান শামীমা নাসরিন। বের হওয়ার দুই দিন পর গ্রাহক ও ভোক্তাদের সঙ্গে আলোচনায় বসেন শামীমা।

সভায় অংশ নেওয়া গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের ধন্যবাদ জানান ইভ্যালির সহপ্রতিষ্ঠাতা শামীমা। বলেন, ‘ধন্যবাদ জানাই, যারা আমার পাশে ছিলেন। ধন্যবাদ জানাই যারা ইভ্যালিকে শেষ হতে দেননি এখন পর্যন্ত। আপনারা জানেন, ইভ্যালির বিষয় এখন মাননীয় হাইকোর্ট কর্তৃক গঠিত কমিটি দেখছেন, তাই আমি এখন সবকিছু সরাসরি মন্তব্য করতে পারছি না। তবে কমিটি এবং মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। সেই অনুযায়ী ভবিষ্যতের পরিকল্পনা করব কীভাবে কী করতে হবে।’

সবকিছু নতুনভাবে শুরু করার আশাবাদ ব্যক্ত করে শামীমা। বলেন, ‘যেহেতু জেল থেকে মুক্তি পেয়েছি, কীভাবে সবকিছু আবার নতুনভাবে শুরু করা যায় সেটার চেষ্টা করব আমাদের সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য দিয়ে। যতদিন আমরা গ্রেফতার ছিলাম এই খারাপ সময়গুলো আমরা ওভারকাম করতে পারব। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, আশা করি ভবিষ্যতে আরও কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন যেন আমরা সবকিছু গুছিয়ে তুলতে পারি


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা