দৈনিক নওরোজ পত্রিকার মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন সোহরাব ও রুবেল


স্টাফ রিপোর্টার রাজধানী ঢাকার লালবাগ ট্রাফিক জুন , আপডেট করা হয়েছে : 10-02-2022

দৈনিক নওরোজ পত্রিকার মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন সোহরাব ও রুবেল

স্টাফ রিপোর্টার রাজধানী ঢাকার লালবাগ ট্রাফিক জুন কামরাঙ্গীরচর থানা এলাকায় বসবাসকারী চার'ব্যবসায়ী সোহরাব ও রুবেল, মুন্নি আবুল,মনির,এর নামে গতকাল ৯ ফেব্রুয়ারি দৈনিক নওরোজ পত্রিকা একটি মিথ্যা নিউজ প্রকাশিত হয়। শিরোনামঃ কামরাঙ্গীরচরের সোহরাব ও রুবেল,মুন্নি আবুল, মনির গংদের অটোরিকশা চাঁদাবাজি দৌরাত্ম্য এমন সংবাদ প্রকাশিত হয় উক্ত পত্রিকায়,এমন সংবাদ দেখে কামরাঙ্গীরচরের ব্যবসায়ী সোহরাব ও রুবেল,মুন্নি আবুল, মনির,তীব্র নিন্দা ও প্রতিবাদ ভিন্নমত পোষণ করেন। কামরাঙ্গীরচরের চার ব্যবসায়ী জানান আমরা কোন অপকর্মের সাথে জড়িত নয় আমাদের নামে প্রকাশিত নিউজে সম্পূর্ণ হেডিং মিথ্যা ছিল আমরা এর তীব্র নিন্দা


ও প্রতিবাদ জানাই। উক্ত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করছেন চার ব্যবসায়ী সোহরাব ও রুবেল,মুন্নি আবুল ও মনির, তারা বলেন- আমরা নির্দোষ কোন অপরাধের সাথে যুক্ত নয়। আমরা ১০০% চ্যালেঞ্জ ধরে বলবো আমরা রাজধানী ঢাকায় লালবাগ ট্রাফিক জুন ও কামরাঙ্গীরচর থানা এলাকায় দীর্ঘ দিন থেকে সততার সঙ্গে ব্যবসা করে আসছি আমরা কোন অপরাধ এর সঙ্গে জড়িত নয় আমরা নির্দোষ একটি কুচক্রী মহল আমাদের মানহানী করে যাচ্ছে। প্রশাসনের সাথে মিশ্রিত করে। কামরাঙ্গীরচর থানা এলাকার এই চার ব্যবসায়ী জানান কিছু দিন আগে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নামধারী কয়েকজন কথিত সংবাদকর্মী গিয়েছিল চাঁদা নেওয়ার বায়নায় আমরা প্রতিবাদ করায় দু'ই তিন পরে

আমাদের নামে এসব মিথ্যা নিউজ করে সম্মান নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। গতকাল এবং আজ দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার প্রতিনিধি টিম ওই পত্রিকার উক্ত সংবাদ দেখে ঢাকা লালবাগ ট্রাফিক জুন ও কামরাঙ্গীরচর থানা এলাকায় গিয়ে সরজমিনে অনুসন্ধান করে জানতে পারে কামরাঙ্গীরচর এলাকায় কোন ধরনের ব্যাটারিচালিত রিকশার টোকেন বাণিজ্য চলেনা এবং প্রকাশিত নিউজ সম্পূর্ণরূপে মিথ্যা, এবং লালবাগ ও কামরাঙ্গীরচর ট্রাফিক পুলিশের ব্যাটারি চালিত রিকশার উপরে অভিযান অব্যাহত রয়েছে বলে দেখা যায়। ব্যাটারিচালিত রিকশা দেখা মাত্র রেকার করা হয়। নাম মাত্র কয়েকজন প্রতিবন্ধী রিকশাচালককে দেখতে পাই ব্যাটারি চালিত অটোরিকশা চালাচ্ছে ওই এলাকার দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার অনুসন্ধান টিমের নজরে আসে তাছাড়া আর কিছুই না। ভিন্নমত পোষণ করা ভুক্তভোগীরা বলেন অন্যায়ের প্রতিবাদ করাটাই আমাদের অপরাধ ছিল আমরা সততা এবং ন্যায়ের পক্ষে কথা বলি এর চেয়ে বেশী কিছু না। তাল থেকে তিল বানানো এই চক্র মহলের মূল লক্ষ। তারা মানুষকে সহজে নষ্ট করতে পারে ওরা। সংবাদ বিজ্ঞপ্তি.


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা