ভালুকায় সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রীসহ ৫ জন আহত,থানায় অভিযোগ


আমিনুল ইসলাম: ময়মনসিংহ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 10-02-2022

ভালুকায় সন্ত্রাসী হামলায় প্রবাসীর স্ত্রীসহ ৫ জন আহত,থানায় অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহের জের ধরে চাচাত ভাই কর্তৃক অপর দুই চাচাত বোন, চাচী ও চাচাত ভাইয়ের বউকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাত নামা ৫/৬ জন সহ সোহেল রানা(৪০) ও তার স্ত্রী মোছাঃ শিউলি আক্তার(৩৫) কে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বোধবার (৯ জানুয়ারি) সন্ধা ৬টার দিকে ভালুকার কাচিনা ইউনিয়নের পন্ডিত পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। স্থানীয়রা জানান, ভালুকা কাচিনা ইউনিয়নের পন্ডিত পাড়ায় মৃত আব্দুল ছামাদের ছেলে সোহেল রানা ও তার চাচাত ভাই বোনদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি-জমা ও পারিবারিক বিরোধ চলে আসছিল।ঘটনার দিন বিকাল আঙ্গুকুড়ীদের দুটি হাঁস সোহেলের বোর ধান ক্ষেতে যাওয়ার সন্দেহ হলে ঐ দিন সন্ধায় কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেল ও তার বউ শিউলি আক্তার চড়াও হয়ে আঙ্গুকুড় আক্তার, কুলছুম আক্তার, সুরমা আক্তার, রিজবী আহমেদ ও তার মাকে এলোপাথাড়ি ভাবে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করে। আহত আঙ্গুকুড় জানান, আমার স্বামী সিঙ্গাপুর প্রবাসী হওয়ায় আমি বাপের বাড়ীতে প্রায়ই আসি সেই কারণে চাচাত ভাই আমাকে কিছুটা হিংসার চোখে দেখত যার কারণে চাচাত ভাইয়ের সাথে আমাদের পূর্ব থেকেই বিরোধ ছিল বলে সে আমার ছোট ভাই ও পরিবারকে জমি সংক্রান্ত বিরোধে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে। ঘটনার দিন সন্ধায় আমি চাচাত ভাইয়ের বউ শিউলি আক্তার ও আমার ভাই বোনদের জগড়া থামাতে গেলে সোহেল আমাদের ঘড়ে ডুকে আমাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে হারভাংগা রক্তজমাট বেদনাদায়ক জখম করে। অভিযোগে আরও জানাযায়, ঘটনার সময় বিবাদীরা ১লক্ষ ৪০ হাজার টাকার একটি স্বর্নের চেইন ও সুকেজের তালা ভাঙ্গিয়া নগত ৩ লক্ষ টাকা জুরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরের দিন সকালে সোহেল ও তার স্ত্রী ঘড়ের দরজায় তালা দিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। আহত আঙ্গুকুড় জানান, সোহেল ও তার স্ত্রী দীর্ঘ দিন যাবত ঢাকায় থেকে চাকুরী করে। স্থানীয় ইউপি মহিলা মেম্বার সাহিদা সুলতানা জানান, ঘটনাটি সত্য আমি শুনে ঘটনাস্থলে গিয়ে ভাওয়াল কলেজে ইংলিশে পড়ুয়া ছাত্রী সুরমাকে দেখে এসেছি বাকি আহতরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের শরীরে পিটিয়ে থেতলানোর চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বিবাদী সোহেলের কাছে জানতে চাইলে,তার ফোনে বার বার কল করার পরও সে ফোন রিসিভ না করে ফোন অফ করে দেন। মামলার তদন্তকারী, ভালুকা মডেল থানার এস আই বিল্লাল হোসেন জানান, এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে, মারামারির ঘটনায় রোগী হসপিটালে ভর্তি আছে সঠিক তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা