সখীপুরে কবর খুঁড়ে চার কঙ্কাল চুরির অভিযোগ


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 24-01-2022

সখীপুরে কবর খুঁড়ে চার কঙ্কাল চুরির অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে কবর খুঁড়ে চারটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে তুলেছে এলাকাবাসী। সোমবার ভোরে উপজেলার ছোট চওনা হাজী বাড়ির এলাকার সামাজিক কবরস্থানে এ চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, সোমবার ফজরের নামাজ শেষে স্থানীয় হেলাল উদ্দিন তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখেন পাশের চারটি কবর খোঁড়া। কাছে গিয়ে সে বুঝতে পারে কঙ্কাল চুরি হয়েছে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। ওই কবর গুলোতে ২-৩ মাস আগে লাশ দাফন করা হয়েছিল বলে স্থানীয়রা জানায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয় ভাবে জেনে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া বলেন, কঙ্কাল চুরির ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা