টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


স্টাফ রিপোর্টারঃ আঃ কাদের , আপডেট করা হয়েছে : 24-01-2022

টাঙ্গাইলে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলে ১৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদী এলাকার হেরেশ মন্ডলের ছেলে অপিনুর রহমান (২৫) এবং একই এলাকার হারান মন্ডলের ছেলে মো. মিঠুন (১৯)। 
সোমবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আবুল কালাম আজাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৪ বোতল ফেন্সিডিল, একটি ট্রাক এবং নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা।  

এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

উপদেষ্ঠা : আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ১৫৬ ময়মনসিংহ ১১ (ভালুকা), সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সম্পাদকঃ মো এনায়েত হোসেন

সহ-সম্পাদক : মেছ মাউল আলম (মোহন)

প্রকাশক। মোঃ বোরহান হাওলাদার (জসিম)

নির্বাহী সম্পাদকঃ বীর মুক্তিযুদ্ধা জোনাস ঢাকী।

বার্তা সম্পাদক : মো: সোহেল রানা